ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়া জেলা পুলিশের আয়োজনে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ১৩০টি বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহড়াবাড়ী, বানিয়াজান, শিমুলবাড়ী ও কৈয়াগাড়ী গ্রামের পানিবন্দি এসব পরিবারকে নৌযোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিন।
এসময় আরো উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান, ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই আব্দুল মতিন, এসআই মোস্তাফিজ আলম, এসআই অমিত বিশ্বাস, এসআই মোখলেছুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।