ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বগুড়ার ধুনট উপজেলায় বন্যা দুর্গত ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এবং নৌযোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় এমপি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রিপন, সুলতানা জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম প্রমূখ।