ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির ব্যক্তিগত অর্থায়নে বন্যা দুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে নৌযোগে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, উপজেলা আ’লীগ নেতা জয়নাল আবেদীন, সেলিম রেজা, নজরুল ইসলাম, ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, গোসাইবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর প্রমূখ।