স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার শেরপুরে চালবোঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়া এঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।
নিহতরা হলো- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তাঁর স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) ও সিএনজি চালক তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত সেখের ছেলে নাসিম (৩০)।
এছাড়া আহতরা হলেন- শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আফছার আলীর ছেলে গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ উপজেলার কাওছার আলী (২৩)।
এবিষয়ে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকসা উদ্ধারের চেষ্টা চলছে এবং এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্তঅ নেয়া হবে।