স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে এক বিধবা নারীকে (৪৬) ধর্ষণের মামলায় ইনসান আলী (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ওই বিধবা নারীর অভিযোগটি আমলে নিয়ে ধুনট থানা পুলিশ মামলা রেকর্ডের পর অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের বিলনোতার গ্রামের মৃত মোজাম্মেল হক মন্ডলের ছেলে।
থাাসূত্রে জানাযায়, গত ৪ জুলাই ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী পশ্চিমপাড়া এলাকার এক বিধবা নারী তার ১৩ বছর বয়সী ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ২টার সময় ইনসান আলী ওই বিধবা নারীর ঘরের দরজার রশি কেটে ভিতরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করতে থাকে। এসময় বিধবা নারীর ছেলের ঘুম ভেঙ্গে গেলে এমন দৃশ্য দেখতে পেয়ে চিৎকার করলে সে পালিয়ে যায়। এঘটনায় ওই নারী বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, বিধবা নারীকে ধর্ষণ চেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।