ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ কামরুল ইসলাম (৪০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতারকৃত ওই আসামীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত কামরুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে।
ধুনট থানার এসআই মিজানুর রহমান জানান, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এঘটনায় শুক্রবার তার বিরুদ্ধে মামলা দায়েরেরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।