পুলিশসহ নিরাপত্তাহীনতায় ধুনটবাসী

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন বলে সংবাদ রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও বিপদে পড়েছেন তারই মন্ত্রী ও এমপিরা। অনেকে দেশে ছেড়ে পালিয়ে গেলেও আবার অনেকেই দেশে বা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় আটকে রয়েছেন।

তবে এমন অবস্থায় ভালো নেই বগুড়ার ধুনট থানা পুলিশসহ উপজেলার বাসিন্দারা। সারাদেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে ছাত্র, সাধারণ মানুষ ও অসংখ্য পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় নিশ্চুপ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

তবে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকার কথা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সেখানে তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। একারনে ধুনট উপজেলায় ব্যক্তি আক্রশে সাধারণ মানুষের বাড়ি-ঘরে হামলা চালিয়ে লুটপাট ও সড়কে গাড়ি আটকেও সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। তবে এসব দূর্বৃত্তদের তাণ্ডবের বিরুদ্ধে কোন ব্যবস্থাও নিতে পারছে না প্রশাসন বা থানা পুলিশ। তবে তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ধুনট থানার ওসি সৈকত হাসান।

ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, আমাদের নিরাপত্তারই কোন ব্যবস্থা নেই। সাধারণ মানুষকে নিরাপত্তা দিব কিভাবে। এজন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।