ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
কোঠা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্নস্থানে সহিংসতা চালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। হামলায় বিভিন্নস্থানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
তাই এসব হামলায় ক্ষতিগ্রস্থ সড়কের দুপাশের সৌন্দর্য ফেরাতে সারা দেশের ন্যায় বগুড়ার ধুনট উপজেলাতেও শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় রঙিন হচ্ছে চারপাশ। এছাড়া শহর ও গ্রাম পরিস্কার পরিচ্ছন্ন রাখতেও তাদের নিপুন হাতে কাজ করে যাচ্ছে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাছাড়া পুলিশ কর্মস্থলে না থাকায় শিক্ষার্থীরাও জনগণকে তাদের অভাব পূরণের চেষ্টাও চালিয়ে যাচ্ছে। শুক্রবার ধুনট উপজেলা সদর সহ বিভিন্ন গ্রাম ঘুরে শিক্ষার্থীদের এসব মানবিক কার্যক্রম দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ছাত্র-ছাত্রী জানায়, তারা নতুন রূপে বাংলাদেশকে দেখতে চায়। এছাড়া বাংলাদেশে সহিংসতা ও দূর্ণীতি বন্ধ করতে চায় বলেও জানায় তারা।