ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ আগস্ট) সকাল ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক শফিকুল ইসলাম বগুড়ার শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং তিনি দৈনিক মানবজমিন পত্রিকার শেরপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার বাদ আছর মরহুমের নিজ গ্রামের বাড়ি শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক শফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।