ধুনটে প্রশাসনের সঙ্গে বিএনপি-জামায়াতের মতবিনিময় সভা
বগুড়ার ধুনটে সমসাময়িক পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও মো: আশিক খান। -অনুসন্ধানবার্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে সমসাময়িক পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ। রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশিক খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধুনট থানার ওসি সৈকত হাসান, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, সেনাবাহিনীর ক্যাপ্টেন মো: সোয়াদ, ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম, ধুনট উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, সাবেক আমির রফিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল করিম, আলোর দিশারি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও তরুণ সংগঠক লিও জিন্নাহুর রহমান রাকিব সহ ছাত্র প্রতিনিধিগণ।