ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে বড় ভাইয়ের সঙ্গে ইছামতি নদীতে মাছ ধরতে গিয়ে উম্মে হাবিবা (১০) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার বিকেলে ধুনট ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘন্টাব্যাপি নদীতে সন্ধান করেও ওই শিক্ষার্থীর কোন খোঁজ পাননি। নিখোঁজ ওই শিক্ষার্থী ধুনট উপজেলার চান্দারপাড়া এলাকার রায়হান সরকারের মেয়ে।
স্থানীয় লোকজন জানান, বুধবার বিকালে উম্মে হাবিবা (১০) তার বড় ভাই জুনায়েদের (১২) সঙ্গে পাশর্^বর্তী ইছামতি নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে অসাবধানতাবসত নদীর শ্রোতে ডুবে যায় হাবিবা। পরে সংবাদ পয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে কয়েক ঘন্টা অভিযান চালিয়েও তার কোন খোঁজ পায়নি।
এবিষয়ে ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ হামিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত আমরা শত চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করতে পারিনি। রাজশাহী থেকে ডুবরি দল নিয়ে এসে আবারো উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।