ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে শিহাবুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিহাবুল ইসলাম ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের ইউনুস আলীর ছেলে।
প্রতিবেশিরা জানান, বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে শিহাবুল। পরে তাকে অসুস্থ অবস্থায় বগুড়ায় ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপর ১টার দিকে তার মৃত্যু হয়।
প্রতিবেশিরা আরো জানান, শিহাবুল ইসলাম ঋণগ্রস্থ হয়ে পড়েছিলেন। একারনেই তিনি মানসিকভাবে বিপযস্ত হয়ে পড়েন। ধারনা করা হচ্ছে, একারনেই বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। তার ছোট দুই কন্যা ও স্ত্রী রয়েছে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।