ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিভিন্ন কর্মসূচির মধ্য বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৃথকভাবে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
রবিবার বিকালে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ।
ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজের পুত্র মোহাম্মদ আসিফ রব্বানী।
আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, বিএনপি নেতা শরাফত জামান পাশা, রাশেদুজ্জামান উজ্বল, ছানোয়ার হোসেন, রফিকুল ইসলাম শাহীন প্রমূখ।
অপরদিকে রবিবার সকালে ধুনট বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশার নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বিএনপি নেতা মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জন, সাবেক সাধারণ সম্পাদক আবু তালহা শামীম সহ দলীয় নেতৃবৃন্দ।