ধুনটে নদীতে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের ইছামতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের কয়েক ঘন্টা পর মাহবুবুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে নিমগাছী ইউনিয়নের পাইকারপাড়া ইছামতি নদী থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত মাহবুবুর রহমান (৫৫) ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

এবিষয়ে ইউপি সদস্য মাসুম প্রামাণিক জানান, সোমবার সকালে মাহবুবুর রহমান বাড়ির পাশের ইছামতি নদীতে চায়না জাল দিয়ে মাছ ধরতে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরেই পানির স্রোতে সে নদীতে ডুবে যায়। পরে সংবাদ পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায় না। একপর্যায়ে সোমবার বিকালে বাড়ির অদূরে পাইকারপাড়া এলাকার ইছামতি নদীতে মৃতদেহ ভাসতে দেখে উদ্ধারের পর স্থানীয়রা মাহবুবুর রহমানের মৃতদেহ বলে নিশ্চিত হয়।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।