স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা, বগুড়া:
বগুড়া জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া জেলা ছাত্রদলের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সিদ্ধান্ত অনুযায়ি ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। দ্রুত নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।