ধুনটে জোরপূর্বক ধান কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বগুড়ার ধুনটে প্রকাশ্য দিবালোকে জোরপূর্বক ধান কেটে নেওয়ার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন বেলকুচি গ্রামের কৃষক আজম আলীর স্ত্রী শিউলী খাতুন (৫০)। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা, বগুড়া:
বগুড়ার ধুনটে পূর্ব বিরোধের জের ধরে জোরপূর্বক ১২০ শতক জমির ধান কেটে গিয়ে গেছে প্রতিপক্ষরা। এঘটনায় বেলকুচি গ্রামের কৃষক আজম আলীর স্ত্রী শিউলী খাতুন (৫০) বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচারের দাবিতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

লিখিত সংবাদ সম্মেলনে শিউলী খাতুন বলেন, আমার স্বামী বেলকুচি গ্রামের আজম আলী, একই গ্রামের নজরুল ইসলাম, আব্দুস সালাম ও মওলা বকস বিল বাইশা মৌজার ১২০ শতক জমি টাকার বিনিময়ে বন্ধক নিয়ে চলতি আউশ মৌসুমে ধান চাষ করেছি। ধান সবে মাত্র পাকা শুরু করেছে। এমতাবস্থায় বুধবার সকাল ১০টায় পূর্ব বিরোধের জের ধরে বেলুকচি গ্রামের রমজান আলীর ছেলে রফিকুল ইসলাম শাহীন সহ ১০/১৫ জন ব্যক্তি আমাদের জমির কাঁচা পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে শিউলী খাতুন আরো বলেন, প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। তাই সংবাদ সংম্মেলনের মাধ্যমে ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।