ঢাকায় নিখোঁজ রিক্সা চালকের সন্ধান এখনও মেলেনি

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
ঢাকায় বাবার সঙ্গে থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া রিক্সা চালক মিজানুর শেখের (২০) সন্ধান এখনও মেলেনি। নিখোঁজ ছেলের খোঁজে দ্বারে দ্বারে ঘুরছে রিক্সা চালক বাবা কালাম শেখ। তাদের বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ীর দড়িপাড়া গ্রামে।

কালাম শেখ জানান, গত ১৭ আগস্ট মিজানুর বাড়ি থেকে একাই ঢাকায় আমার কাছে চলে আসে। কিন্তু ছেলে মানসিক ভাবে অসুস্থ থাকায় পরদিন ১৮ আগস্ট তাকে নিয়ে বাড়ির উদ্যেশে বের হই। কিন্তু দারুস সালাম থানাধীন টেকনিক্যাল বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় হঠাৎ করেই ছেলে মিজানুর নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর তার কোন সন্ধান না পেয়ে ২৪ আগস্ট এবিষয়ে ঢাকার দারুস সালাম থানায় ডিজি দায়ের করি। কিন্তু এখন পর্যন্ত ছেলের কোন সন্ধান না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। তাই আমার ছেলেকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করছি।