স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে স্ত্রীর মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সংম্মেলন করেছে এক স্বামী। বুধবার বিকালে ধুনট মডেল প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বাটিকাবাড়ী গ্রামের হযরত আলীর ছেলে সাজু আহমেদ (৩০)।
সংবাদ সম্মেলনে সাজু আহমেদ বলেন, গত ১০ বছর আগে চালাপাড়া গ্রামের এক নারীকে বিয়ে করি। আমাদের দাম্পত্য জীবনে আব্দুল নোমান (৭) নামে এক ছেলে সন্তান রয়েছে। কিন্তু স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে তালাক দেই। এরপর ৪ বছর আগে খাদুলী দ্বিঘর গ্রামের আব্দুল্লাহেল কাফির মেয়ে আছমাউল হোসনাকে (২৫) দ্বিতীয় বিয়ে করি। এই সংসারে সায়েমা খাতুন নামে দেড় বছর বয়সী কণ্যা এবং কাউসার নামে তিন মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী আছমাউল হোসনা আমার বড় ছেলেকে না খাইয়ে রাখে এবং আমার মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকে।
তিনি আরো বলেন, জীবিকার তাগিদে রাজ মিস্ত্রীর কাজের সুবাদে বেশির ভাগ সময়ই বাহিরে থাকতে হয়। স্ত্রীর মানসিক নির্যাতনে এখন মানসিক ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিচ্ছি। এমতাবস্থায় গত রবিবার সকালে আমার মায়ের সঙ্গে ঝগড়া করে স্ত্রী আছমাউল ছোট তিনটি শিশুকে ফেলে রেখে বাবার বাড়িতে চলে যায়। এরপর সে আমার বিরুদ্ধে ধুনট থানায় যৌতুক ও নির্যাতনের মিথ্যা অভিযোগ দায়ের করে। আমার স্ত্রী অভিযোগ করেছে ‘তার শরীরে নাকি, গ্যাস লাইটার দিয়ে ছ্যাঁকা দিয়েছি’। অথচ আমি কোন বিড়ি সিগারেটই খাই না। এছাড়া আমার বিরুদ্ধে যৌতুকের অভিযোগ করেছে। তার সঙ্গে ৪ বছর ধরে সংসার করছি। তার সব মানসিক নির্যাতন সহ্য করেছি। কিন্তু তারপরও সে মিথ্যা অভিযোগে বিভিন্নভাবে হয়রানী করে আসছে তার পরিবার। তাই সংবাদ সংম্মেলনের মাধ্যমে স্ত্রীর মিথ্যা অভিযোগের হয়রানী থেকে বাঁচতে প্রশাসনের উর্দ্ধতন কৃর্তপক্ষের সুদৃষ্টি কামনা করছি।