বগুড়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া সদর থানা এলাকায় চাঞ্চল্যকর সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মিজান হত্যা মামলার এজাহার নামীয় ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার বগুড়া ডিবি পুলিশের একটি চৌকশ দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া জেলা সদরের রজাকপুর এলাকার মমতাজুর রহমানের ছেলে আহসান হাবীব (৩০) ও একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে হান্নান (৪১)।

ডিবি পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এজাহার নামীয় আসামীগণ দীর্ঘদিন যাবত তাকে এবং তার স্বামী মিজানকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ০৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বগুড়া জেলার সদর থানাধীন গোকুল ইউনিয়ন পরিষদের পশ্চিমপার্শ্বে আন্থঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের বারান্দায় এজাহার নামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন মোটরসাইকেলযোগে এসে মিজানকে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় সালমা আকতার নিশা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।