ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে হাবিবুর রশিদ সন্ধান সরকারকে সভাপতি ও এম আর হাসান পলাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধুনটে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতৃবৃন্দ।
রবিবার বিকাল ৫টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, রকিবুল হাসান, জিয়াউর রহমান, জুয়েল রানা, শাহাদত হোসেন, আল আমিন সরকার, ওমর ফারুক, বিল্পব হোসেন, আশাদুল ইসলাম, সোহাগ মিয়া, জিহাদ, আল আমিন হোসেন, শামিম হাসান, পলাশ মাহমুদ, শামিম মিয়া, সজীব হাসান প্রমূখ।