ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ফুটবল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় ধুনট উপজেলা মডেল মসজিদের হল রুমে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশিক খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, সহকারী শিক্ষা অফিসার ওবায়দুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।