ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা
ধুনট উপজেলা সদর থেকে বগুড়া জেলা সদরে যাতায়াতে দ্বিতীয় বাইপাস সড়ক হিসেবে পরিচিত ধুনট-সোনাহাটা সড়ক। কিন্তু ভগ্নদশা এই পাকা সড়ক মেরামত না করেই সেখানে ৭টি স্থানে পিস ঢালাইয়ের পরিবর্তে ইট বিছানো হয়েছে। এতে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন লাখো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ধুনট-সোনাহাটা সড়কের সিএনজি চালক ইমান আলী জানান, জনগুরুত্বপূর্ণ ধুনট-সোনাহাটা সড়কের ভগ্নদশা ৭টি স্থান মেরামত না করেই পিস ঢালাইয়ের পরিবর্তে সেখানে ইট বিছানো হয়েছে। একারনে এই সড়কে প্রতিদিন লাখো মানুষকে দূর্ঘটনাসহ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই সড়কের নলডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ জানান, এই সড়কটির দু’পাশের বাড়ি-ঘরের পানি নিষ্কাশন হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে ভেঙ্গে যায়। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান ধুনট-সোনাহাটা সড়কের ধুনট থানা মোড় থেকে ছোট এলাঙ্গী পর্যন্ত ৭টি ভগ্নদশা অবস্থা রেখেই মেরামত কাজ সম্পন্ন করে। পরবর্তীতে পাকা সড়কের মাঝে ভগ্নদশা ৭টি পয়েন্টে পিস ঢালাইয়ের পরিবর্তে সাময়িকভাবে সেভাবে ইট বিছানো হয় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে। তবে সামান্য বৃষ্টির মধ্যেই ইট বিছানো এই সড়কে দূর্ঘটনা বেড়েই চলছে।
এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত সংবাদ পড়তে চোখ রাখুন- অনুসন্ধানবার্তা