ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সোনালী ব্যাংক পিএলসি, ধুনট শাখার আয়োজনে ধুনট মডেল মসজিদের হল রুমে ওই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
বগুড়া সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার রশিদুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশিক খান।
ধুনট সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সপাল অফিসার মনোয়ার হোসেনের সঞ্চালনায় রিসোর্স পার্সনের বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার অতিরিক্ত পরিচালক রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, বগুড়া সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সিদ্দিকী ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম। এছাড়া সমন্বয়কারীর বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার সহকারী পরিচালক রাজিয়া খাতুন।