বগুড়ার ধুনটে লিও ক্লাব অব ঢাকা শাপলার উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরিক্ষা এবং ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন। -অনুসন্ধানবার্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব এর যুব সংগঠন লিও ক্লাব অব ঢাকা শাপলার উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরিক্ষা এবং ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে সোনাহাটা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন।

লিও জেলা ৩১৩ এ২, বাংলাদেশ এর রিজিয়ন ডিরেক্টর ক্লাব্স ও লিও ক্লাব অব ঢাকা শাপলার পাস্ট প্রেসিডেন্ট লিও জিন্নাহুর রহমান রাকিবের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মাহবুব হোসেন চঞ্চল, সোনাহাটা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি ফজল-এ-খুদা, ভাইস প্রেসিডেন্ট লিও ফাহিম ফয়সাল, জয়েন্ট সেক্রেটারি লিও আবির হাসান, ট্রেজারার লিও তরিকুল ইসলাম নাঈম, স্বেচ্ছাসেবক জিসানুর রহমান তালুকদার, আব্দুল আলিম, তাজমিউল হাসান মুরাদ প্রমূখ।