স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় প্যানেল চেয়ারম্যান-১ শাহাদৎ হোসেন পিষ্টনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। সম্প্রতি তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এরআগে গত ২৪ সেপ্টেম্বর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার এক অফিস আদেশে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ধুনট উপজেলা আওয়ামীলীগের সদস্য তোজাম্মেল হক ভোটারবিহীন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এলাঙ্গীর চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর তিনি গাঁ ঢাকা দেন। তাই দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত থাকায় প্যানেল চেয়ারম্যান-১ শাহাদৎ হোসেন পিষ্টনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। শাহাদৎ হোসেন পিষ্টন ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।