স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা পর্যায়ে ৫১তম স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
এসময় আরো উপস্থিত ছিলেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, একাডেমিক সুপারভাইজার রোকাইয়া পারভিন, সহকারী শিক্ষক জুয়েল রানা প্রমূখ।