ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় ধুনট সদর ইউপি চেয়ারম্যান সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার পাকুড়িহাটা গ্রামের ইদ্রিস আলীর ছেলে ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, ধুনট পূর্বভরনশাহী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে জেলা পরিষদের সদস্য ফজলুল হক হক ও পশ্চিমভরনশাহী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাসান খসরু খান নুপুর।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর ধুনট বাজারের রাহাত হোটেলের সামনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় নেতাকর্মীরা সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের প্রচারনা চালাচ্ছিলেন। এসময় আওয়ামীলীগের এমপি হাবিবর রহমানের নেতৃত্বে তার ছেলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি সহ গ্রেফতারকৃত আসামীরা তাদের উপর হামলা চালায়। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়।
এদিকে এই ঘটনার দীর্ঘ ৬ বছর পর ৭ অক্টোবর (সোমবার) রাতে বেলকুচি গ্রামের রমজান আলীর ছেলে বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে আওয়ামীলীগের সাবেক এমপি হাবিবর রহমান, তার ছেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি সহ এজাহারনামীয় ৪৬ জন এবং অজ্ঞাত আরো ২৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ধুনট সদর ইউপি চেয়ারম্যার মাসুদ রানা, জেলা পরিষদের সদস্য ফজলুল হক ও শিক্ষক হাসান খসরু খান নুপুরকে গ্রেফতার করে পুলিশ।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।