ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল। বুধবার দুপুরে উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: খায়রুজ্জামান, ধুনট থানার ওসি সাইদুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: দিবাকর বসাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, জামায়াত নেতা সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, চিকাশী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল প্রমূখ।