ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সাবেক ছাত্রদল নেতা শাহাদৎ হোসেন পিস্টনকে সংবর্ধনা প্রদান করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে এলাঙ্গী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি ও সম্প্রীতির সমাবেশে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এলাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা।
এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম সম্রাটের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, ধুনট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন, কামরুল হাসান, ধুনট উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল হালিম, পৌর যুবদলের আহবায়ক আবু তালহা শামীম, যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী, উপজেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান পাখি, জেলা ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, উপজেলা ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, জিয়াউর রহমান, রকি, স্বেচ্ছাসেবকদল নেতা এসএম রানা, আব্দুল আলিম প্রমূখ।