ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আযোজনে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ হামিদুল ইসলাম, কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, এলাঙ্গী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদৎ হোসেন পিস্টন প্রমূখ।