ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে স্বপ্নসেবা সংগঠনের উদ্যোগে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দিসটি পালন উপলক্ষে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: খায়রুজ্জামান।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল আলম, জাহিদুল ইসলাম, স্বপ্নসেবার যুগ্ন সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, সমন্বয়ক গণমাধ্যম ও ডিজিটাল মিডিয়া উপ-কমিটির সদস্য আশরাফুল ইসলাম সুমন, শাহীন শেখ, তাজবিউল হাসান মুরাদ, নিত্যানন্দ শীল, রাসেল মাহমুদ, জুয়েল রানা প্রমুখ।