স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের খোর্দ্দ বলাইল গ্রামের মৃত সিরাজ ব্যাপারীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান ওরফে রাসেল ব্যাপারী (৩৩), দীঘাপাড়া গ্রামের শহিদুল প্রামানিকের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন প্রামানিক (৩৪) ও দীঘাপাড়া গ্রামের এফাজ উদ্দিনের ছেলে ছাত্রলীগ কর্মী রাফিউল আলম ওরফে ডেভিট মিয়া (৩৫)।
ডিবি জানায়, ১৭ অক্টোবর দুপুর ২টার দিকে বগুড়া জেলার সদর থানাধীন জলেশ^রীতলা কালী মন্দিরের পিছন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গত ২ সেপ্টেম্বর সারিয়াকান্দি থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।