স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
আগামীকাল শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার রাতেই মঞ্চ সাঁজানোর কাজ শেষ হয়েছে। ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওই সমাবেশে অনুষ্ঠিত হবে।
বগুড়া জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশা ও ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেবেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।
সমাবেশে আরো বক্তব্য রাখবেন ধুনট উপজেলা বিএনপির সিনিয়ন সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুঞ্জিল হক, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম ভেটু, ধুনট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন ও কামরুল হাসান সহ দলীয় নেতৃবৃন্দ।