ধুনটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আনতে কঠোর অবস্থানে প্রশাসন
বগুড়ার ধুনট উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আনতে বাজার মনিটরিংকালে এক ব্যবসায়ীকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: খায়রুজ্জামান। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আনতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। প্রতিদিনের ন্যায় শুক্রবার (২৫ অক্টোবর) রাতেও বিভিন্ন বাজার এলাকা মনিটরিং করা হয়।

শুক্রবার ধুনট বাজার এলাকায় মনিটরিংকরাকালে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: খায়রুজ্জামান। অভিযান পরিচালনাকালে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। একারনে বিভিন্ন বাজারে নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে।