ধুনটে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
বগুড়ার ধুনটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণসভায় তাঁদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল। -অনুসন্ধানবার্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের উপস্থিতিতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: দিবাকর বসাক, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ হেল কাফি, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, ভান্ডারবাড়ি ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, গোপালনগর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, এলাঙ্গী ইউপির ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শাহাদৎ হোসেন পিষ্টন সহ গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের সদস্যবৃন্দ।