আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান মুনলাইট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কাজিপুর উপজেলা চত্বরে অবস্থিত বিদ্যালয়ের প্রধান শাখার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস ছালাম।
প্রতিষ্ঠানের পরিচালক মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, সহকারি অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মিনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা, কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজিপুর উপজেলা প্রতিনিধি আকিব আহমেদ অন্তর প্রমূখ।