ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট থানা পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অসামীরা হলো- ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের মৃত আবুল হামিদের ছেলে একাধিক মাদক মামলার আসামি হাসান আলী (৩৫), ও কাহালু উপজেলার নরহট্র ইউনিয়নের শিরকওড় গ্রামের মৃত মোহাম্মদ আলী বাদশার ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল মোমিন (২৮)।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য বিক্রিকালে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।