কাজিপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
“নারী- কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও পাঁচ জয়িতাকে সন্মানা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে হলরুমে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক।

কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিএা রাণী সাহা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ নুরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার প্রমূখ।

আলোচনা সভা শেষে কাজিপুর উপজেলার ৫ জন জয়িতাকে সন্মাননা প্রদান করা হয়। তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে ছালাভরা গ্রামের মানিকজান, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আলমপুর পূর্বপাড়া গ্রামের রাজিয়া সুলতানা, সফল জননী সোনামুখি গ্রামের নাজমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী সেই ক্যাটাগরিতে আলমপুর পূর্বপাড়া গ্রামের সুলতানা পারভীন ও সমাজ উন্নয়নে মাইজবাড়ী গ্রামের জুলেখা খাতুন। অতিথিবৃন্দ জয়িতাদের ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন।