ধুনটে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট সদর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পল্লী চিকিৎসক আবুল হোসেন আলতাফ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর দেড়টায় ধুনট পৌরসভার পূর্বভরনশাহী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেন। তিনি ধুনট পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল আকতার ও ধুনট বাজারের স্টুডিও ব্যবসায়ী কামাল পাশার বাবা।

মৃত্যুকালে তিনি তিন ছেলে এবং দুই মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ৯টায় পূর্বভরনশাহী গ্রামের ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে বাইপাস সড়কের জান্নাতুল মাওয়া কবরস্থানে তাকে দাফন করা হবে।