ধুনটে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বগুড়ার ধুনটে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে ধুনট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের বগুড়ার নির্বাহী পরিচালক আব্দুস ছাত্তার, ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলার রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল্লাহ হেল কাফি, মহিলা বিষয়ক অফিসার আশরাফ আলী, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু প্রমূখ।