স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে পাঁচ বোতল ফেন্সিডিলসহ বুলটন খন্দকার (৫০) নামে এক আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত বুলটন খন্দকার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শাকদহ গ্রামের মৃত আল মাহমুদের ছেলে এবং তিনি চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য।
এবিষয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, ২০১৮ সালে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় সম্প্রতি বুলটন খন্দকারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তিনি ওই মামলার ৮নং আসামী। মঙ্গলবার রাতে ওই মামলায় তাকে গ্রেপ্তারের জন্য শাকদহ গ্রামের ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং এসময় তার হেফাজত থেকে পাঁচ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীকে দুটি মামলায় বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।