কাজিপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বিষাদ ও বেদনার স্মৃতি নিয়ে ফিরে এল শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির শুরুতেই সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার, থানার অফিসার ইনচার্জ নুরে আলম, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রানী সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, পিআইও একেএম শাহা আলম মোল্লা প্রমুখ।