স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা ডেন্টাল সোসাইটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে ডা: আলহাজ্ব আশিক মাহমুদ ইকবাল স্বাধীনকে আহবায়ক ও ডা: আবু মো: ইউসুফ হাসান মামুনকে সদস্য সচিব মনোনিত করা হয়।
এছাড়া কমিটিতে যুগ্ম আহবায়ক ডা: টি.এম শহীদুল ইসলাম শিপন, ডা: ফাইন ডা: ডুরেন, ডা: মো: শাহরিয়ার মতিন এবং কমিটির অন্যান্য সদস্য হলেন, ডা: এইচ এইচ এম রাশেদুজ্জামান, ডা: রাকিবুল হাসান খান, ডা: এস হক সজীব, ডা: জি.এম. ইমরান হোসেন, যা: ফরহাদ হক সঞ্চয়, ডা: অভিজিৎ, ডা: নিতু, ডা: মো: সাহাদুল ইসলাম সাহাদত, ডা: অমিন, ডা: মুশফিকা, ডা: মো: সারোয়ার হোসেন সাফি, ডা: আলভী, ডা: রাব্বি, ডা: নাইম হাসান, ডা তারেক, ডা: সৈয়দ মোস্তাছিম বিল্লাহ হাসিব, ডা: আল আরাফাত অভি, ডা: রাহিক হাসান, ডা: সাখাওয়াত, ডা: বাপ্পি, ডা: তানাজিলা, ডা: আরাফাত হোসেন।