ধুনটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বার্মিজ চাকুসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনিটি বার্মিজ চাকুসহ একাধিক মাদক মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) ভোররাতে ধুনট পৌরসভার জিঞ্জিরতলা বড় ব্রিজের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট পৌরসভার চরধুনট গ্রামের মৃত ভুলু ড্রাইভারের ছেলে রানা মিয়া (৩৫) ও একই গ্রামের জেল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (৩০)।

ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার ভোররাতে রানা মিয়া ও আলমগীর নামে দুই ব্যক্তি ধুনট পৌরসভার জিঞ্জিরতলা বড় ব্রিজের মাঝখানে সন্দেহভাজনভাবে ঘোরাঘেরা করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে দেহ তল্লাশী চালিয়ে রানার কাছ একটি বার্মিজ চাকু এবং আলমগীরের কাছ থেকে দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক ধারনা তারা ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।