ধুনটে দিনেদুপুরে ব্যবসায়ীর বাসায় চুরি

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট পৌরসভার ৪নং ওয়ার্ডের রফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ীর বাসায় দিনেদুপুরে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে বাসাবাড়িতে এমন চুরির ঘটনায় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চোরচক্র ওই বাসা থেকে এক ভরি স্বর্নালংকার সহ নগদ ৮৫ হাজার টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে।

জানাগেছে, ধুনট পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর অফিসারপাড়া এলাকার মৃত নুরুল মন্ডলের ছেলে লেড কারখানা ব্যবসায়ী রফিকুল ইসলামের শ^শুর মারা যাওয়ায় তাদের বাড়িতে কেউই ছিলেন না। এই সুযোগে চোরচক্র তার এক তলা পাকা বাড়ির ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে এক ভরি স্বর্নালংকার সহ নগদ ৮৫ হাজার টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।

এবিষয়ে ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, রবিবার সকাল ৯টায় আমার শ^শুরের মৃত্যুর খবর পেয়ে স্বপরিবারে শ^শুর বাড়িতে যাই। এরপর বিকালে আমার ছেলে ও মেয়ে বাড়িতে এসে চুরির ঘটনা আমাকে জানায়। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, থানার পাশেই যদি দিনেদুপুরে বাসাবাড়িতে এভাবে চুরির ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষদের নিরাপত্তা কোথায়?

তবে এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, চুরির ঘটনাটি পুলিশ তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।