ধুনটে সাদ পন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনটে সাদ পন্থীদের কার্যক্রম নিষিদ্ধ ও রাতের আধারে ৪ জন মুসল্লিকে হত্যার বিচার ও দোষিদের গ্রেপ্তারের দাবিতে স্মলকলিপি প্রদান করেছে তাবলীগ জামাত ও ওলামা পরিষদ। সোমবার ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় এপস্থিত ছিলেন ধুনট ওলামা পরিষদের উপদেষ্টা মুফতি খোরশেদ আলম, মাওলানা আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মুফতি কাউসার আহমেদ, মুফতি জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক মুফিতি মাসউদুর রহমান সুমন, প্রচার সম্পাদক মুফতি এনামুল হক, রবিউল ইসলাম রবি প্রমূখ।