ধুনটে পথচারী দুস্থ মানুষের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

ইমরান হোসেন ইমন: অনুসন্ধানবার্তা
রাস্তায় হাঁটছিলেন বৃদ্ধা ছকিতন বেওয়া (৯০)। কুয়াশা আচ্ছন্ন সড়কে প্রচন্ড শীতে নুয়ে পড়া অবস্থা তাঁর। এমন সময় রাস্তার পাশে গাড়ি থামিয়ে ওই বৃদ্ধাকে একটি কম্বল জড়িয়ে দেন বগুড়ার ধুনট উপজেলার ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল।

তবে শুধু বৃদ্ধা ছকিতন বেওয়াকেই নয়, তার মতো বৃদ্ধা আজিরন নেছা, আজিবর রহমান সহ অর্ধশতাধিক দুস্থ মানুষের শরীরে একটি করে কম্বল জড়িয়ে দেন ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল। তীব্র শীতে হঠাৎই কম্বল পাওয়া যেন ছিল এসব অবহেলিত মানুষের স্বপ্নের মতো।

শরীরে কম্বল জড়িয়ে বৃদ্ধা ছকিতন বেওয়া জানান, ছেঁড়া একটি শাড়ি পড়ে কন কনে ঠান্ডায় রাস্তায় ভিক্ষা করতে বেড়িয়েছিলাম, এমন সময় সৃষ্টিকর্তা একটি কম্বল পাঠিয়েছেন, এ কথা বলেই আবেগ আল্পুত হয়ে পড়েন তিনি।

এব্যাপারে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফ্রিষ্টফার হিমেল রিছিল জানান, শুক্রবার ধুনট উপজেলার চিকাশী, ছোট দিয়াড়, গোসাইবাড়ি ও শহড়াবাড়ি সহ বিভিন্ন এলাকা পরিদর্শণকালে অর্ধশতাধিক দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিটি এলাকা পরিদর্শণ করে প্রকৃত দুস্থ মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত এসব কম্বল বিতরণ করা হচ্ছে।