স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামের ইছামতী নদীর গতিপথ বন্ধ করে অবৈধভাবে বালু বিক্রি করায় ভুট্টু মন্ডল নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ জানুয়ারি) বিকালে ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খায়রুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট খায়রুজ্জামান বলেন, ভুট্টু মন্ডল নামে এক ব্যক্তি নদীর গতিপথ বন্ধ করে বালু বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভুট্টু মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের টাকা পরিশোধ করায় পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং নদীর গতিপথ উন্মুক্ত করা হয়।
তবে শুধু ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামের ইছামতী নদীতেই নয়, একইভাবে বাঙ্গালী ও যমুনা নদী সহ আশপাশের খাল বিলও দখলে রয়েছে ভূমিদস্যুদের। এসব অভিযোগে প্রশাসন একাধিক বার অভিযান পরিচালনা করেও ভূমিদস্যুদের নিয়ন্ত্রণ করতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেক সময় প্রভাবশালী ব্যক্তিদের দাদ্ভিকতার কারনে নিরুপায় হয়েও ফিরতে হয়েছে অনেক অফিসারকে।