আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুরের হাট-বাজার গুলোতে প্রায় দিনই বিক্রি হচ্ছে শিকার করা বন্য অতিথি পাখি। এতে হারিয়ে যাওয়ার সমতুল্য হয়ে উঠেছে অতিথি পাখি গুলো।
স্থানীয় লোকজন জানান, কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে এই পাখি গুলো বেশি বিক্রি হয়। পাখিগুলো রাতের বেলায় শিকার করে সকাল অথবা বিকেল বাজারে নিয়ে বিক্রির জন্য বসে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিকারী বলেন, পাখি শিকারে তেমন কোনো বাধা নিষেধ নাই, সহজে ধরা যায় এবং ভালো দামে বিক্রি করাও যায়। এমনকি অনেকে আগে থেকেই তার সাথে যোগাযোগ করে থাকে। অনেক সময় তাদের অগ্রিম টাকা পর্যন্ত দিয়ে রাখে যাতে আগেই পেয়ে যায়। এই চাহিদার থেকে তারা অতিথি পাখিগুলো শিকার করে।
সোনামুখী বাজারে গেলে দেখা যায়, এক শিকারী তার ছোট ভাগিনার কাছে পাখি রেখে গেছে বিক্রির জন্য। হয়তো সে আগেই বুঝতে পেরেছিল যে অভিযোগ দেওয়া হচ্ছে।
এবিষয়ে তার ভাগিনাকে জিজ্ঞাসা করা হলে সে জানায়, তার মামা তাকে বিক্রির জন্য রেখে গেছে, যাতে সে সচেতন মহলের মুখোমুখি না হয়।
এবিষয়ে কাজিপুর উপজেলা বন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বিষয়টি জানা ছিল না, তবে এবিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।