ধুনটে দুস্থ শীতার্ত মানুষের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের ১শত দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ। -অনুসন্ধানবার্তা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের ১শত দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, জাসাস নেতা রানা আহমেদ, মাহবুবুর রহমান মাবু, ইব্রাহীম হোসেন, সমাজসেবক শামসুল হক, মোমতার হোসেন, আল আমিন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

কম্বল বিতরণকালে বিএনপি নেতা আপেল মাহমুদ বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত অর্থায়নে ধুনট ও শেরপুর উপজেলার প্রায় ২ হাজার ৫শত শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে।